কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সাইফুল ইসলামের প্রেমের টানে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর আজিমা। গতকাল মঙ্গলবার ধর্মীয় রীতি অনুযায়ী কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁওয়ে তাঁদের বিয়ে হয়। বুধবার বউভাত। আর অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে এসেছেন মেয়ের মা-বাবা ও স্বজনেরা।
শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল অদুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাইফুল আমার ভাতিজা। মঙ্গলবার রাতে বিয়ের পর আজ বুধবার বউভাতের অনুষ্ঠান হচ্ছে। মেয়ের মা-বাবা ও স্বজনসহ অনুষ্ঠানে পাড়া-প্রতিবেশীর অংশ নেন।’
সাইফুল ইসলাম দেশ টিভি বাংলার প্রতিবেদক কে বলেন, ‘নূর আজিমা অত্যন্ত ভদ্র ও মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি, তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব। আমার কথা মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। আজ বুধবার আমাদের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে শ্বশুর-শাশুড়িও এসেছেন।’
শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ইসহাক জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী। পরে পারিবারিকভাবে তাঁদের দুজনের বিয়ে হয়।