নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা স্থানীয় মাতব্বররা টাকার বিনিময়ে সালিশে ধামাচাপা দেওয়ার
চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারটি মাতব্বরদের ভয়ে থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছে না।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া পূর্বপাড়া গ্রামে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালের দিকে শিশুটি নিজ বাড়িতে তার মায়ের পাশে খেলা করছিল। তখন প্রতিবেশী মঞ্জিল মিয়া ফকিরের ছেলে শরীফ মিয়া (৫০) শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে পাশের কলাগাছের নিচে নিয়ে শিশুটির জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর তার মা বিষয়টি দেখে ফেললে শরীফ পালিয়ে যান।