নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয় বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ আবু জাফর মোল্লা।
শ্রীপুরের আইন শৃংখলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার কাজের স্বীকৃতি স্বরুপ তাকে দ্বিতীয় বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারি অফিসার হিসেবে ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর র্কাযালয় থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) (ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) জিহাদুল কবির, বিপিএম,(বার) পিপিএম,(বার), অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স), (ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) মো: মাহবুবুর রহমান পিপিএম(বার) সহ ঢাকা রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ১২ জেলার পুলিশ সুপারগন।
তিনি গাজীপুরের শ্রীপুর থানার আওতাধীন মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি উপজেলার আইন শৃঙ্খলার উন্নতি, দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য ও চোরাই গাড়ি উদ্ধারসহ জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
উল্লেখ: গত ২০২২ সালের ফেব্রুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ১ম বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রধান করেন।
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারি অফিসার হিসেবে নির্বাচিত করায় তিনি পুলিশ মহা পরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), গাজীপুর জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বিপিএম(বার), শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সহ থানার সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।