নিজস্ব প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
মনির হোসেন পেশায় একজন রিকশাচালক। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার হাজী আবুল হোসেনের ভাড়া বাসায় বসবাস করেন। মনির হোসেন সম্পর্কে ওই শিশুর খালু হন।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশু তার নানি, খালা ও খালুর সঙ্গে মাসদাইর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তার মা-বাবা অন্যত্র বিয়ে করে পৃথকভাবে বসবাস করে আসছেন। রাতে ওই শিশুর নানি ও খালা ওষুধ কেনার জন্য গেলে বাসায় খালি পেয়ে তাকে ধর্ষণ করেন। এসময় ওই শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে খালুকে আটক করে পিটুনি দেন৷
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর মামা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।