সাথী মনি
ভালুকা উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টার বাড়ী আইডিয়াল মোড়ে
সড়ক দুর্ঘটনা মটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষ রাসেল নামে এক যুবক, মায়মনসিংহ,, হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সে বড় কাশর নানার বাড়ি
থেকে পড়াশোনার পাশাপাশি স্থানীয় টি এম কারখানার চাকুরী করতেন।
ঘটনাস্থলে ভালুকা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক চালক ড্রাইভারকে আটক করে।