মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
প্রতিবেদক:
গাজীপুরে তাকওয়া পারিবহনের ৭ চালককে কারাদণ্ড
গাজীপুর শহরে রুট পারমিট না থাকার অপরাধে তাকওয়া পরিবহনের সাত চালককে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠের পাশের সড়কে গাজীপুর বিআরটিএ পরিচালতি ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
এতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক নুরুল হোসেন।
গাজীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক নুরুল হোসেন জানান, গাজীপুর শহরে ভাওয়াল রাজবাড়ী সড়কে চলাচলে রুট পারিমিট না থাকার পরও ওইসব বাস চলাচল করছিল। ইতোপূর্বে এ ব্যাপারে বার বার সতর্ক করার পরও তারা না মানায় সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকওয়া পরিবহনের চালক জাকের হোসেন (২৭), আব্দুল মালেক (৩৫), আক্কাছ আলী (৪৫), ফরিদুল ইসলাম (২৪), মুছা আলী (৪৩) ও আবুল হোসেনকে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা এবং বয়স বিবেচনায় আবুল কালামকে (৫৫) এক হাজার টাকা জরিমানাসহ ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।