স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকার হাজিরবাজার রহমতে আলম একাডেমীর ছাত্রী ও চলতি বছরের এসএসসি পরিক্ষার্থী ইসরাত জাহান মুনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার(২৬ জুলাই)সকালে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের হাজির বাজার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল ছাত্রী ইশরাত জাহান মুনা হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তি দেয়ার দাবী জানান বক্তারা।মানববন্ধনে স্কুল ছাত্রীর পিতা নাজিম উদ্দিন রনি অভিযোগ করেন, মুনাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ওই এলাকার স্বাধিন নামে এক বখাটে। বিয়ের পর থেকেই তারা মেয়েকে শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। গত ৭ জুলাই সন্ধায় স্বাধিনের বাড়ীর উঠান থেকে তার মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ঘটনাটিকে আতœহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে স্বাধিনের পরিবার। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রী ইশরাত জাহান মুনার পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মানববন্ধনে বক্তাগন স্কুল ছাত্রী মৃত্যুর জন্য স্বাধিনকেই প্রধান আসামী হিসেবে অভিযুক্ত করা হয়। এ ছাড়াও এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন নিহত ইসরাত জাহান মুনার মা জান্নাতুল ফেরদৌস, পিতা নাজিম উদ্দিন রনি, স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন কুমার, সাবিকুন্নাহার ও আসাদসহ এলাকার কয়েক শতাধিক নারী,পুরুষ ও নিহতের স্বজনরা।