মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে চলাচলরত অবৈধ অটোরিক্সা বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল হতে মাওনা হাইওয়ে থানা ও শ্রীপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ অভিযান শুরু করে। এই সময় পুলিশ ৭০টি অটোরিক্সা আটক করে।
অটো আটকের খবর ছড়িয়ে পড়লে মহা সড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে চলাচলকারী শতশত অটো উধাও হয়ে যায়। অটোশূন্য হয়ে ফাঁকা হয়ে যায় রাস্তা ঘাট।
জানা যায়, শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করে। প্রতিনিয়তই অটো দুর্ঘটনায় নিহত হচ্ছে অনেক লোক। অটোরিক্সা চার্জ দিতে বিদ্যুৎতের প্রয়োজন এতে বহুগুণ বেরে গেছে বিদ্যুতের অবৈধ ব্যবহার। চালক খুন করে ছিনতাই হচ্ছে অটো। অবৈধ শতাধিক কারখানায় প্রতিদিনি তৈরি হচ্ছে অটোরিক্সা। এই সব কারখানায় অটো উৎপাদনে নেই কোন নিয়ন্ত্রন।
মাওনা হাইওয়ে থানা পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, মহাসড়কে অটো চলার কোন বিধান নেই। জেলা পুলিশ ও থানা পুলিশ অটো উচ্ছেদের যৌথ অভিযান চালাচ্ছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, শ্রীপুরে মহাসড়কে অটো উচ্ছেদ অভিযান চলছে। সাড়া দেশের ন্যায় এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আটক হওয়া অটোরিক্সার বিরুদ্ধে যথাযথো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।