মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
সৌদি প্রবাসী বড় ভাইয়ের ইমু হ্যাক করে ছোট ভাইয়ের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধারকৃত টাকা শনিবার প্রাপকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায়। ভুক্তভোগী ছোট ভাই মেহেদী হাসান হোতাপাড়া এলাকায় বিকাশের ব্যবসা করেন। তিনি টাঙ্গাইল জেলার সখিপুরের শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, বড় ভাই মোঃ হেলাল খান সৌদি প্রবাসী। তিসি সব সময় বাড়ীতে টাকা পাঠান। কখনোই টাকা চেয়ে ফোন করেন না। কিন্তু হঠাৎ গত ২৪ জুলাই তিনি তার ইমু থেকে ফোন করে ছোট ভাই মেহেদী হাসানের কাছে ফোন জরুরী প্রয়োজনের কথা বলে আড়াই লাখ টাকা পাঠাতে অনুরোধ করেন। বড় ভাই ইমুতে একটি বিকাশ নাম্বার দেন। বড় ভাই সৌদিতে থাকে, কেন তাকে বিকাশে টাকা পাঠাতে হবে, ছোট ভাই কোন কিছু চিন্তা না করেই বড় ভাইয়ের দেয়া বিকাশ নাম্বারে বিকাশ করে ২ লাখ ৪৮ হাজার টাকা পাঠিয়ে দেন।
টাকা পাঠানোর পর ছোট ভাই মেহেদী বড় ভাইকে ইমুতে ফোন করেন। কিন্তু বড় ভাইকে ইমুতে না পেয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে টাকা পেয়েছে কি না জানতে চাইলে বড় ভাই জানান, তিনি কোন টাকা চান নি এবং টাকার বিষয়ে কিছুই জানে না।
পরে ছোট ভাই মেহেদী বুঝতে পারেন, তার ভাইয়ের ইমু হ্যাক হয়েছে। অজ্ঞাত হ্যাকার ভাই সেজে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে।
মেহেদী হাসান প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দ্রুত যোগাযোগ করেন গাজীপুরের পুলিশ সুপার এসএম সফিউল্লাহর সাথে। সবকিছু শুনে তিনি প্রতারককে শনাক্ত করে টাকা উদ্ধারের জন্য জেলা পুলিশের গোয়েন্দা বিভাগকে দায়িত্ব প্রদান করেন ।
গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সানোয়ার হোসেনের সার্বিক দিক নির্দেশনায়, তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাশ নাম্বারের সকল লেনদেন বন্ধ করি। পরে উক্ত নাম্বারের সূত্র ধরে আমরা রাজশাহীতে শনাক্ত করা হয়। পরে বিকাশ এজেন্টের সহায়তায় উক্ত টাকা উদ্ধার করা হয়। পরে মেহেদী হাসান বিকাশের এজেন্টের বিরুদ্ধে অভিযোগ না করায় কাউকে গ্রেফতার করা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সানোয়ার হোসেন বলেন, ইমু হ্যাক করে টাকা আত্মসাতের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা অভিযোন শুরু করি। পরে তথ্য প্রুযক্তির সহায়তায় রাজশাহীতে এজেন্ট শনাক্ত করার পর আমরা টাকা উদ্ধার করি। তিনি আরো বলেন, দেশে বিদেশে টাকা বিকাশে লেনদেন করার সময় সকলের আরো সতর্ক হওয়া উচিত।
গাজীপুরে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ১১
শ্রীপুরে ৩৩ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারি।