মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
প্রতিবেদকঃ
গাজীপুরে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (৩০ জুলাই) ভোরে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ঢাকার মগবাজার তালতলি এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃতের নাম রবিন সরদার (৩০) শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার নুরুজ্জামান সরদারের ছেলে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,রবিন সরদার চাঁদাবাজি, ভূমিদখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আটকের পর জিজ্ঞাসাবাদে তার জয়দেবপুরের বাসায় অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। জয়দেবপুর, সদর এবং বাসন থানায় তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় ১৬ টি মামলা রয়েছে। জানা যায়,রবিন সরদার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাএলীগের সভাপতি প্রার্থী।