শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ মেলা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
গাজীপুরের শ্রীপুরে গোসিংগা শীতলক্ষ্যা নদীর তীরে সরকারি জমিতে অনুমোদনহীন অবৈধভাবে বসানো মেলা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১ আগস্ট) বিকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের শীতলক্ষ্যার তীরে গড়ে উঠা অবৈধ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে নদীর তীরে মেলা বসানো হয়েছে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ মেলার সকল দোকানপাট ভেঙে দিয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযানের খবর পেয়ে মেলা পরিচালনা সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তাই কাউকে জরিমানা বা আটক করা যায়নি।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন শ্রীপুর থানা পুলিশের একাধিক সদস্য সহ গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন, ইউপি ইসমাইল হোসেন, কবির শেখ।