মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায়
স্ত্রীকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা মামলার
পলাতক স্বামীকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
১ বছর প্রেমের সম্পর্কের পর গত ঈদুল ফিতরের আগের দিন তারা পারিবারিক ভাবে বিয়ে করেন।
স্ত্রীর অনৈতিক সম্পর্ক আছে এমন সন্দেহে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া কলহ হতো।
বিষয়টি স্বামী জাহিদ তার শাশুড়ীকে জানালে শাশুড়ী সমাধান না করে উল্টো তাকে হুমকি ধমকি দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে জাহিদ। এরই ধারাবাহিকতায় ২৮/৬/২২ তারিখ সকালে তাদের মধ্যে ঝগড়া হয়, ঝগড়ার একপর্যায়ে জাহিদুল ইসলাম তার স্ত্রী খাদিজা বেগম স্মৃতিকে (২২) গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। আজ তাকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প।
জাহিদুল ইসলাম (২৭) কেওয়া পশ্চিম খন্ড এলাকার সবুর উদ্দিনের সন্তান।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র্যাব।