কুষ্টিয়ায় দৌলতপুর কৃষক হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড।
ইশতিয়াক আহম্মেদ দৌলতপুর উপজেলা প্রতিনিধি(কুষ্টিয়া।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার, কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলায় আপন ৫ ভাইয়ের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে(২০ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর ১টায় কুষ্টিয়া জেলা দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মোঃতাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।
দনণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সালিমপুর গ্রামের মৃত বক্স মন্ডলের ছেলে দৈহিক প্রতিবন্ধী জানবার আলী (৬৬), গোলাম মোস্তফা (৬১), আব্দুল মান্নান (৫৬), আলাউদ্দিন (৫৩) এবং আব্দুল হান্নান (৫০)। রায় ঘোষণার পর আসামীদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কৃষক ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ১১-১২ জনের নামে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারী তদন্তকারী কর্মকর্তা ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।
মামলার বিষয় সরকারি কৌঁসুলি (পিপি) ত্র্যাডঃ অনুপ কুমার নন্দী বলেন, কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২৫ হাজার করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
তবে এ মামলার রায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান আসামীপক্ষের কৌসুলি ত্র্যাডঃ সুধীর কুমার শর্মা।