সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২২ বছরের রানা মানসিকভাবে বিপর্যস্ত,শিকলে বেঁধে চিকিৎসা চলছিল, হঠাৎ ছাড়া পেয়ে বের হয়ে যায় রানা, পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাঙ্গারী দোকানের সামনে বিপর্যস্ত যুবক (রানা) কে দেখে উপস্থিত লোকজন গাড়ি চুরির অপবাদ দিয়ে রাত ১ টা থেকে পেটাতে থাকে ।
রানা হাতে পায়ে ধরেও নিজেকে রক্ষা করতে পারেনি,কাপড়ের মধ্যেই পায়খানা করার পরেও পেটাতে থাকে পাষন্ডরা।
সকাল বেলা মুলাইদ গ্রামে রানার বাড়ীতে খবর গেলে রানার বাবা আমিনুল ইসলাম এসে দেখে তার ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে।
অতঃপর রানাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলে রানার মা বাবাকেও বেদম প্রহার করা হয়।তারপর সাদা কাগজে সাক্ষর করে মৃত প্রায় অবস্থায় ছেলেকে উদ্ধার করে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পুকুরে গোসল করিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ নেওয়ার পর অবস্থা গুরুতর হলে ঢাকা নেওয়ার পথে মারা যায় রানা।