ভালুকায় এতিম ছাত্রদের কোরআন শরিফ ও খাবার বিতরণ
মো: শাহিদুজ্জামান সবুজ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবের উদ্যোগে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে এতিম ছাত্রদের মাঝে কোরআন শরিফ ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে ভালুকা উপজেলার কাঠালি পল্লী বিদ্যুৎ সংলগ্ন ঈদগাহ মাঠে সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের নিজ উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে এতিম ছাত্রদের মাঝে চারশতবিশ কোরআন শরিফ ও খাবার বিতরণ করা হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।