শ্রীপুরে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ । এসময় ঐ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
আজ (৫ই অক্টোবর) বুধবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের রওশন আলীর ছেলে জালাল উদ্দিন ফকির (৪৫)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার কেওয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেয়া তথ্য অনুযায়ী ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত জালাল উদ্দিনকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।