ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত
বিশেষ প্রতিনিধি
কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র
এ স্লোগান কে সামনে রেখে শনিবার সকালে ময়মনসিংহের ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী অনুষ্ঠিত হয়েছে। র্্যালীটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইন ৫ থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা মিলিত হয়।
কমিউনিটি পুলিশের সভাপতি শেফার্ড গ্রুপের মহা ব্যবস্থাপক মোঃ মোকলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, সীমা স্পিনিং মিলের ম্যানেজার আনোয়ার হোসেন, এস আই মাসুদ পারভেজ, পেট্টিয়ট স্পিনিং মিলের নারী কর্মচারী কুলসুম আক্তার, সীমা স্পিনিং মিলের কর্মচারী দেলুয়ার হোসেন।
বক্তব্য প্রদান কালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, আমরা পুলিশের সেবা মানুষের দৌড় গরায় পৌঁছে দিতে সবসময় বদ্ধপরিকর। তারপর আমাদের শিল্পাঞ্চল পুলিশের মোবাইল টিম ২৪ ঘন্টা টহলরত আছে তাৎক্ষণিকভাবে শিল্প কারখানা থেকে উদ্বৃত্ত বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।
তাছাড়া কমিউনিটি পুলিশ ডে উদযাপন উপলক্ষে পুলিশ সদস্যদের মধ্যে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত রচনা প্রতিযোগিতায় তিনজন শ্রেষ্ঠ প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।