-
- জাতীয়, সারা দেশ
- বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন জেলা পরিষদ কুষ্টিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য, বৃন্দ।
- আপডেট টাইম : নভেম্বর, ১৮, ২০২২, ১২:০১ পূর্বাহ্ণ
- 190 বার পঠিত
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন জেলা পরিষদ কুষ্টিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য, বৃন্দ।
ইশতিয়াক আহম্মেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করলেন কুষ্টিয়া জেলা আওয়ামীগের সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
(১৭ নভেম্বর)২০২২ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন। এ সময় তার সফর সঙ্গী হিসাবে ছিলে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজগর আলী,
মোঃ রফিকুল আলম চুন্নু, সভাপতি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ। ইঞ্জিনিয়ার ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ, মোঃ আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান,বাবু অনুপ কুমার নন্দী সহ সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ,বাবু স্বপন কুমার সহ সভাপতি জেলা বওয়ামীলীগ,মোঃ হাসানুর আস্কার হাসু আইন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা
মোঃ আমজাদ হোসেন রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা
আওয়ামীলীগ, মোঃমোমিজ যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ,হারুন রশিদ সাংস্কৃতিক সম্পাদক,আমিরুলইসলাম, বন পরিবেশ বিষয়ক সম্পাদক, তাইজাল আলী,আব্দুল মান্নান, ত্র্যাডঃশরীফ উদ্দীন রিমন, সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ,আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী দৌলতপুর উপজেলার সাবেক এম পি ও উপজেলা আওয়ামীগের সিনিয়ার সহ সভাপতি, মোঃমেহেদী,যুগ্মসাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ মোঃ ইকবাল হোসেন দপ্তর সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ,সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে জেলা পরিষদ কুষ্টিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান বলেন, বদলে যেতে চাই, বদলে দিতে চাই, বদলাতে চাই স্লোগানে প্রিয় কুষ্টিয়া বাসী মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য একটি জনপদ গড়তে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি কুষ্টিয়া বাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়নের অংশ হিসেবে আগামীতে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক জেলা পরিষদ কুষ্টিয়ার সকল অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবো। জনসাধারণের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবো। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগিতায় জেলা পরিষদ কুষ্টিয়া একটি আলোকিত ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো এবং২০২৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিরলস ভাবে কাজ করবে ইনশাল্লাহ এবং নৌকার জয় নিশ্চিত হবে।
এই ক্যাটাগরীর আরো খবর