সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ভালুকা উপজেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর ) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃমোঃমাহবুবুর রহমান লিটন এবং যুগ্ম আহ্বায়ক মোঃজাকির হোসেন বাবলু এর স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
ভালুকা উপজেলায় মোঃফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু কে আহ্বায়ক এবং মুহাম্মদ মুর্শেদ আলম কে যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা।
ভালুকা উপজেলার নতুন কমিটি যাদের নিয়ে গঠিত মোঃফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, আহ্বায়ক, মুহাম্মদ মুর্শেদ আলম যুগ্ম আহ্বায়ক,মোঃরুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক,মোঃসালাহ উদ্দিন যুগ্ম আহ্বায়ক,মোঃমজিবুর রহমান মন্জু যুগ্ম আহ্বায়ক, মোঃখালেকুজ্জামান তালুকদার হুমায়ুন যুগ্ম আহ্বায়ক,মোঃশহিদুল ইসলাম শহিদ যুগ্ম আহ্বায়ক, মোঃগোলজার হোসেন যুগ্ম আহ্বায়ক,উসমান গনি মল্লিক মাখন যুগ্ম আহ্বায়ক,মোঃনাছির উদ্দিন সরকার যুগ্ম আহ্বায়ক,মোঃনজরুল ইসলাম বি,এস,সি,যুগ্ম আহ্বায়ক,মোঃআইয়ুব আলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা যুগ্ম আহ্বায়ক,মোঃ শাখাওয়াত হোসেন পাঠান যুগ্ম আহ্বায়ক,মোঃসারোয়ার জাহান এমরান যুগ্ম আহ্বায়ক,মোঃরুহুল আমিন যুগ্ম আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুন যুগ্ম আহ্বায়ক, মোছাঃখালেদা নার্গিস যুগ্ম আহ্বায়ক।
সম্মানিত সদস্য পদে যারা রয়েছে ,অধ্যাপিকা রায়হানা ফারুক,ব্যারিস্টার আবুল হোসেন, এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, এম এ হামিদ ক্বারী,আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুর রউফ তালুকদার, মীর তোফাজ্জল হোসেন জজ, এডভোকেট আজিজুল হক খান,মোঃ রফিকুল হক বাবুল,আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা, রইস উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম ঢালী,আইয়ুব আলী সরকার,মোঃমিজানুর রহমান মিজান,হাজ্বী আব্দুর রউফ,নুরুল হক মন্ডল,মোছাঃরাশিদা বেগম, এড্যাঃআঃরহিম,মোঃআব্দুর রহিম আকন্দ, মোঃশহীদ উল্লাহ মন্ডল,রাকিবুল ইসলাম রাসেল, আলহাজ্ব মোঃমোস্তাফিজুর রহমান(মামুন),খোকা মিয়া,মোছাঃশারমিন আক্তার দীনা,গোলাম মোস্তফা।
হাজ্বী আব্দুস সাওার মাস্টার, নাইমুল করিম জান্নাত, মাওলানা এসফাকুর রহমান সিদ্দিকী, রফিকুল ইসলাম হারিছ,মোঃমনিরুজ্জামান মনির,ব্যারিষ্টার আবুল খায়ের মোহাম্মদ হাসনাত,মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসেন, আবু সাঈদ জুয়েল,মোঃআলমগীর হোসেন, বুলবুল আহমেদ,মফিজুল ইসলাম দুলু,মোনজের আহমেদ খান,এডভোকেট মোহাম্মদ অন্তর,মোঃনাজমুল হক মাষ্টার, মোঃশফিকুল ইসলাম শাজাহান, ফরিদ উদ্দিন সরকার, মোঃআবু লাইস তরফদার, এডভোকেট শহিদুল্লাহ কায়সার, মোঃসোহেল তালুকদার, মোঃআব্দুল হালিম মোল্লা, একেএম সাইদুজ্জামান তালুকদার মোমেন,মোঃকাইয়ূম সরকার রিপন,মোঃমির্জা আবুল মাষ্টার, মোঃমাঈন উদ্দিন, আবু সাঈদ তালুকদার, মোঃমোশারফ হোসেন বাহার,মাসুদ পারভেজ চান মিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এই কমিটির অনুমোদন করে এবং কমিটির শুভ কামনা করেন।