যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাজীপুর ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা
মোঃ মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ই নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু সভাপতিত্বে গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম সানোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত নারী আসনের (৩১৪) সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল (বি.এ), গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাতবর, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ কমর উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জামান।
এমসয় বক্তারা বলেন, যারা দলের জন্য ক্ষতিকারক, যার কারণে দলের ভোট কমবে সেই লোক আমাদের দলের প্রয়োজন নাই। এমন লোক আমাদের দরকার নাই যেই লোকের কারনে দলের বদনাম হবে। আর হাইব্রিড কোনো লোকদেরও দলে স্থান হবে না। দলকে সুসংগঠিত করতে হলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে দলের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। এতো উন্নয়নে দেশের মানুষ মহা খুশি। তাই আল্লাহর রহমতে আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।
এসময় শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন রানা, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আয়নুল হক, গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল, গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক আলমগীর ফকির সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।