‘ঢাকা প্রকাশ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত
মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুররের শ্রীপুরে অন-লাইন নিউজ পোর্টাল ‘ঢাকা প্রকাশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা।
ঢাকা প্রকাশ’র গাজীপুর জেলা প্রতিনিধি আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ইসরাফিল হোসাইন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দৈনিক ভোরের চেতনা’র সহকারী সম্পাদক হাদিউল আলম মোড়ল, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ, সাংবাদিক ও শিক্ষক সোলাইমান মোহাম্মদ, মোহনা টিভি’র শ্রীপুর প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকার আকাশ, এশিয়ার টিভি’র গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক আব্দুর রউফ। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাংবাদিক সাদেক মিয়া, মাহফুজুর রহমান, আতিকুল ইসলাম, মোহাম্মদ আলী বাবুল, শাহাদত হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।