কুষ্টিয়ায় দৌলতপুরে কৃষি উপকরণ বিতরন
দৌলতপুর উপজেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপণের জন্য বিভিন্ন জাতের ৬টি করে ফলের চারা ও ২৩ প্রকার সবজী বীজ, ৩৫ কেজি করে জৈব সার ও রাসয়নিক সার ১০ কেজি ডিএপি, ০৫ কেজি এমওপি সহ পানির ঝাঝরি ও সাইনবোর্ড ছাড়াও নানা উপকরণ বিতরণ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (১২ ডিসেম্বর) বেলা ০১ টার দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কৃষি কর্মকর্তা দিলীপ কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃরামজান হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃসাইদ আল বাশেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা অফিসার মোঃনজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পতীত জমি সহ বাড়ির আঙিনায় এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমরা বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার ১৮২টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলার ১৪টি ইউনিয়নে ১৮২ জন কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।