শ্রীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী সহ আটক -৫
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটবাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন নারী সহ ৫ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুল মান্নান মীরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো,আটককৃতরা হলেন, বাবলী (২৫), স্নিগ্ধা (২৭). হোসনেয়ারা (৩০), তারা মিয়া (৩২) ও জয় শীল (২০)।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক সজিব হাসান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন নারী ও দুই পুরুষকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।