শ্রী শ্রী অন্নদাঠাকুর এর ১৩২ তম শুভ আবির্ভাব উপলক্ষে গীতাযজ্ঞ শীতবস্ত্র বিতরণ ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান।
প্রতিনিধি,মিলন বৈদ্য শুভ
রাউজান, চট্টগ্রাম
শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কৃপাধন্য সাধক কলকাতাস্হ দক্ষিণেশ্বর আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও সংঘগুরু উত্তর গুজরা, রাউজানের সুসন্তান শ্রী শ্রী অন্নদাঠাকুর এর ১৩২ তম শুভ আবির্ভাব উপলক্ষে গীতাযজ্ঞ, শীতবস্ত্র বিতরণ ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের তারিখ, ২৮, ২৯ অগ্রহায়ণ, ১ও ২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ, ১৫,১৬,১৭,১৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার।
এতে আরো উপস্থিত ছিলেন আশীর্বাদক, ব্রহ্মচারী মুরাল ভাই, সাধারণ সম্পাদক, কাম ট্রাস্টি,দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ,কলকাতা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,এ বি এম ফজলে করিম চৌধুরীর (এমপি) মহোদয়
সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,বাংলাদেশ জাতীয় সংসদ। রাউজান মডেল রূপকার মাটি ও মানুষের জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানকে অসম্প্রদায়ক সম্প্রীতি আবদ্ধ বজায় রেখেছেন রাউজান সম্প্রীতি রাউজান।
মুখ্য আলোচক, এডভোকেট শ্রী রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সম্মানিত অতিথি,শ্রী সুকুমার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও সভাপতি, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ,চট্টগ্রাম, বাংলাদেশ।
শ্রী অজয় কৃষ্ণ দাশ মজুমদার, প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী শ্রী লোকনাথ ধাম, চাক্তাই, চট্টগ্রাম।
শ্রী ইন্দু নন্দন দত্ত,সভাপতি, প্রবর্তক সংঘ, চট্টগ্রাম, বাংলাদেশ। ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস, সম্পাদক, প্রবর্তক সংঘ, চট্টগ্রাম, বাংলাদেশ।
স্বাগত বক্তব্য রাখেন,শ্রী শ্যামল কুমার পালিত
সাধারণ সম্পাদক, অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ, রাউজান, চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন, শ্রী দিলীপ কুমার মজুমদার সভাপতি, শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ, রাউজান, চট্টগ্রাম। শ্রী শ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদের, সভাপতি শ্রী অনিল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক, শ্রী বিজয় কুমার বিশ্বাস বিষু। সংগীত পরিবেশন করেন শিল্পী সত্যজিত দাশ, মেদিনীপুর, কলকাতা,ভারত এতে বিভিন্ন দূরদূরান্ত আগত ভক্ত বৃন্দ সমবেত হয়। মহোৎসব মহা মিলন মেলাই পরিণতি হয়, সমাবেদ সকল সনাতনী নরনারী উপস্থিত হয়ে দেশ ও জাতির সমৃদ্ধির মঙ্গলকামনা করেন।
পৌরহিত্য করবেন,শ্রীল মরালী দাশ বৈষ্ণব
অধিবাস কীর্তন পরিবেশনায়,অধ্যাপক রাজীব বিশ্বাস, আশালতা কলেজ, চট্টগ্রাম।
মহানাম সংকীর্তন শুনাবেন, *বজ্র গোপাল সম্প্রদায় (নোয়াখালী) *জয় নারায়ণ সাম্প্রদায় ( ভোলা)* জয় গোপাল সম্প্রদায় (বরিশাল) *আনন্দময়ী সম্প্রদায় (খুলনা)* চৈতন্য সম্প্রদায় (চট্টগ্রাম) *রাম কানাই সাম্প্রদায় ( সিলেট) –
উৎসব অঙ্গণ-অন্নদা ঠাকুর আদ্যাপীঠ প্রাঙ্গণ।
উত্তর গুজরা, ঠাকুরবাড়ী,রাউজান, চট্টগ্রাম।