পরের হাতকে ভরসা করে,নিজের হাতকে করো না দূর্বল ,
নিজের হাতকে শক্ত করো যা হবে তোমার জীবনের সম্বল ৷
পরের আশা মিছে বড়ই বোকামী ,
মানুষের মর্যাদা পাবেনা কোনো দিন তুমি ৷
খাদ্য হাতে নিলে ছুটে আসে পশু পাখী যেমন ,
তুমি কি মানুষ হয়ে হতে চাও তেমন ?
বড় হোক ছোট হোক কর্মের দিকে দাও মন ,
মানুষের কাছে মূল্য পাবে সুখের হবে জীবন ৷
অলসতা জীবনের বড় আভিশাপ ,
জীবনটা নষ্ট করে উপহার দেয় অনুতাপ ৷