ভালুকায় রাতের আঁধারে কংকাল চুরি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
রাতের আঁধারে পারিবারিক কবরস্থানের চারটি কবর খুঁড়ে লাশের কংকাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বাকসাতরা এলাকার শেখ বাড়ির একটি পারিবারিক গোরস্থানে।
সকালে কবরস্থানের পাশে বেশ কিছু কুকুর দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে ভিতরে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। ঘটনার জানাজানি হলে সেখানে ভীড় করেন অনেকেই।
শেখ বাড়ির পরিবারের এক সদস্য জানান, কবরগুলো খুঁড়া অবস্থায় দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, গেলো রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরগুলো খুঁড়ে লাশের চারটি কংকাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।