গাজীপুরে পুষ্পদাম রিসোর্ট থেকে ৫ পতিতা ও ৫ খদ্দের গ্রেফতার
আব্দুল বাতেন বাচ্চু।
গাজীপুরে ভালোবাসা দিবসে পুষ্পদাম রিসোর্ট থেকে ৫ পতিতা ও ৫ খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাঘের বাজার এলাকার পুষ্পদাম রিসোর্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জয়দেবপুর থানার এসআই বাছেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে ।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান গোপন সংবাদে অভিযান চালিয়ে পাচ পতিতা ও পাচ খদ্দের সহ ১০ জন কে আটক করা হয়। ওসি
আরো বলেন এর আগেও কয়েক বার অভিযান চালিয়ে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা রোজু করে
আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।
উল্লেখ্য, পুষ্পদাম রিসোর্টে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে। আগেও একাধিকবার অভিযান হলেও কদিন পরপরই এখানে এমন ঘটনা ঘটে থাকে মর্মে অভিযোগ বিভিন্ন মহলের। তাই এসব অপকর্ম স্থায়িভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।