হযরত মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক চিশতী নিজামি(রাঃ)এর বার্সিক ওরুশ মাহফিল অনুষ্ঠিত।
দৌলতপুর উপজেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরদিয়ার চিশতীয়া দরবার শরীফ এর উদ্যোগে হযরত মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক চিশতী নিজামি (রাঃ)এর বাৎসরিক ওরুশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৪,১৫.ও ১৬ ইংরেজি ইন তারিখ তিনদিন ব্যাপী এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীগের সিনিয়ার সহ সভাপতি সাবেক এম পি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী এছাড়ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক মোঃমোতছিম বিল্লাহ,দৌলতপুর অফিসার ইনর্চাজ জনাব মোঃমজিবুর রহমা,দৌলতপুরউপজেলাআওয়ামীলীগের সদস্য সর্দার মোঃআক্তারহোসেন,দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃহাফিজ দেওয়ান মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হযরত মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক চিশতী নিজামি(রাঃ)এর মাজার শরীফ কমিটি
এই মাহফিলে দোয়া পরিচালানা করেন স্থানীয় ওলামায়ে গন এই মাহফিল প্রতি বছর ফাল্গুন মাসের ০২,০৩,০৪ তারিখে যথারীতি ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।উক্ত মাহফিলে পুলিশ প্রশাসন ইলেকট্রনিক্স মিডিয়া সহ এলাকার সাধারণ মানুষ দলে দলে যোগদান করেন।