কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে কৃষকের হাতে কৃষক খুন
ইশতিয়াক আহম্মেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে পার্শ্ববর্তী আরেক কৃষক। উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এ ঘটনায় ঘটেছে।
নিহত মান্নানের বাড়ি বারখাদা গ্রামে। সে কচুয়াদহ গ্রামে শ্বশুর বাড়িতে থাকতো।
নিহত মান্নান কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের মক্কেলের আলীর ছেলে। সে কচুয়াদহ গ্রামে তার শ্বশুর মোঃ কলম জোয়ার্দারের বাড়িতে থাকতেন এবং কৃষি কাজ করতেন। অভিযুক্ত ফিরোজ কচুয়াদহ গ্রামের আমির হোসেনের ছেলে। সেও কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, (১৮ ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কচুয়াদহ গ্রামে জমির সীমানা পিলার ওঠানো ও জমির ভিতরে পানি যাওয়াকে কেন্দ্র করে ফিরোজ ও মান্নানের ভিতরে বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে ফিরোজ তার হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করে। ফিরোজের মালিকানাধীন জমিতে পূর্বের দেওয়া সীমানা পিলার মাটিতে ঢেকে গিয়েছিলো এবং জমির মধ্যে পানি ঢুকে গিয়েছিলো। এই নিয়ে বাকবিতান্ড হলে ফিরোজ তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মান্নানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এই বিষয়ে মিরপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ কৃষক আরেক কৃষক মান্নানকে কুপিয়ে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এবং সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।মামলার বিষয়ে (ওসি)রাশেদুল আলম বলেন এ বিষয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে আসামিদের আইনের আওতায় আনা হবে । এই বিষয়ে নিহতের স্ত্রী জবেদা খাতুন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।