চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবা
অনলাইন ডেক্স:
সৌদি আরবে আজ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। সৌদি গেজেটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে এ বছর রমজান মাস ২৯ দিনেই শেষ হলো।
গত ২২ মার্চ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। অর্থাৎ প্রথম রোজা হয় ২৩ মার্চ।
সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পরদিনই বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে আগামী শুক্রবার বাংলাদেশে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামী শনিবার দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।