-
- জাতীয়, সারা দেশ
- ফুলবাড়িতে সমাজসেবক আজম মন্ডল রানার অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ।
- আপডেট টাইম : এপ্রিল, ২০, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ
- 117 বার পঠিত
ফুলবাড়িতে সমাজসেবক আজম মন্ডল রানার অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ।
মোঃ আল হেলাল চৌধুরী / ফুলবাড়ী (দিনাজপুর) থেকে।
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদিঘী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানার উদ্যোগে নিজ গ্রাম কড়াই এর অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
কড়াই এর নিজ বাড়ি থেকে ২০০ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকার সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন, পুখুরি স্কুল এন্ড কলেজের অফিস সহকারী আলাউদ্দিন মন্টু। ঈদ উপহার বিতরণ নিয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা জানান প্রায় এক যুগ ধরে এভাবেই এলাকাবাসীর সেবা করে যাচ্ছি, এটি আমি আমার দায়িত্বের জায়গা থেকে করে থাকি। তিনি আরো জানান এলাকাবাসীর জন্য কিছু করা, অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত হই।
এলাকাবাসী জানান সমাজসেবা তার পুরনো অভ্যাস, তিনি দির্ঘদিন ধরে নিজ এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত, এতিম বাচ্চাদের কাপড় বানিয়ে দেওয়া, অসহায় পরিবার খুঁজে খুঁজে আর্থিক সহায়তা করা সহ নানামুখী সমাজসেবামূলক কাজ করে আসছেন জনদরদী এই সমাজসেবক।
এই ক্যাটাগরীর আরো খবর