বড়লেখায় ২২ পিস ইয়াবাসহ যুবক আটক
গতকাল রাতে বড়লেখা থানার বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ রুবেল আহমদ(৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ঃ২০ ঘটিকার সময় এসআই স্বপন কান্তি দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বড়লেখা থানাধীন ১০ নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের অন্তর্গত দক্ষিণভাগ বাজারের পোস্ট অফিস রোডে অভিযান পরিচালনা করে রুবেল আহমদকে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত রুবেল আহমদ মৌলভীবাজার জেলার জুড়ী থানাধীন ভুকতেরা গ্রামের মৃত আব্দুল কাইয়ুম এর ছেলে।
এ ঘটনায় আটকৃত ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণি ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।