মিম আক্তার
বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে আকরাম হোসেন শরীফ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বরমী ইনিয়নের মাইঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোক্তার হোসেন দেশ টিভি বাংলা কে বলেন, শরীফ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতেন। আজ কখন তিনি বাড়ি থেকে বের হয়েছেন তা কেউ বলতে পারবে না। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে একটি খণ্ডিত মরদেহ দেখতে পায়। ট্রেনে কাটা পড়ে তার পুরো শরির ছিন্নভিন্ন ছিল। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে শরীফের পড়নের কাপড়ের টুকরো দেখে মরদেহ সনাক্ত করে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার শামীমা আক্তার বলেন, জয়দেবপুর-গফরগাঁও রেলপথের শ্রীপুর উপজেলার বরমীর মাইঝপাড়া রেলক্রসিং থেকে একটু সামনে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইন গত ব্যবস্থা নিবে। তবে কিভাবে ওই যুবক ট্রেনে কাটা পড়ল তা জানা যায়নি।