মো: আব্দুল বাতেন বাচ্চু :
মানুষের পেটের ভেতর ডজনেরও বেশি কলম! এন্ডোস্কপির মাধ্যমে বের করে আনা হলো সেগুলো। রোগী এখন সুস্থ। এই কঠিন কাজটি করেছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক রোগী। কলম খেয়ে ফেলেছিলেন।
গত কাল শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম।
এন্ডোস্কপি করে কলমগুলো বের করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকেরা।
ডা. জাহিদুল ইসলাম দেশ টিভি বাংলা কে বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫)। তিনি মানসিক রোগী। পরে তাঁর পেট পরীক্ষা করে দেখা যায় ভেতরে অনেকগুলো কলম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে পেট থেকে বের করে আনা হয় ১৫টি কলম!’
ডা. জাহিদ আরও বলেন, ‘আব্দুল মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময় খাদ্য ভেবে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কলম খেয়ে ফেলেছিলেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুস্থ আছেন। তাঁকে মানসিক চিকিৎসা দেওয়া হবে।’