নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছ শ্রীপুর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে পৃথক স্থান থেকে মরদেহ দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ্ঞাতপরিচয় ব্যক্তি (৫৫) ও উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের মোফাজ্জলের বাড়ি থেকে রিয়াদ আলী (২৩)। নিহত রিয়াদ আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর। উপজেলার ইসলাম নগড় গ্রামের মো. করম আলীর ছেলে। তিনি উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামে ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, মঙ্গলবার বিকেলে কোনো এক সময় তার ভাড়া বাড়িতে নিজ কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন রিয়াদ আলী। খবর পেয়ে পুলিশ রাত আটটার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রিয়াদের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনাময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।