শ্রীপুরে ভূমিদস্যু নির্যাতনকারী ও দখলবাজদের বিচারের দাবিতে অসহায়দের সংবাদ সম্মেলন
মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে ভূমিদস্যু, নির্যাতনকারী দখলবাজদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে পৌর এলাকার বহেরার চালা গ্রামে ভুক্তভোগীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
জোরপূর্বক জমি দখল, নির্যাতন করা সহ নানাবিধ অপরাধের সাথে মাইন উদ্দিন পীরসাব, ওমর ফারুক ও উসমান মন্ডল জড়িত বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এসময় অভিযুক্তদের বিচারের দাবি করেন।
ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর করে আমার স্ত্রীকে মেরে ফেলে। পরবর্তীতে থানায় অভিযোগ করি, স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করলেও তারা এখনো বেপরোয়া। আমার দেয় বিঘা জমি জবরদখল করে রেখেছে। জমিতে গেলে তারা মারধর করতে উদ্যত হয়। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি ধামকি প্রদান করে। শতাধিক পরিবারের রাস্তা বাঁধা দেয়ার অভিযোগ রয়েছে মাইন উদ্দিন ও তার সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে। রাস্তা বাঁধা দেয়ার ঘটনায় সম্প্রতি উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে ন্যায় বিচারের দাবি জানিয়ে শতাধিক পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে।
দীর্ঘদিন যাবত জমি নিয়ে একাধিক অভিযোগ দায়ের করলেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন অপর এক ভুক্তভোগী। প্রভাবশালীদের থাকার ফলে অসহায় মানুষগুলো জুলুমবাজদের নির্যাতনের শিকার হচ্ছেন। অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে কবরস্থান দখল করার মত ঘটনা। সন্তানের শেষ চিহ্ন পর্যন্ত রাখতে দিলনা বলে চিৎকার করে বলতে থাকেন অপর ভুক্তভোগী নূর বানু। তার ১২শতাংশ জমি জোর পূর্বক দখল করার অভিযোগ করেন।
জোর পূর্বক ফাঁকা দলিলে স্বাক্ষর নেয়ার অভিযোগ করেন ফজলুল হক নামের এক ব্যক্তি। তিনি পিপিআই পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত ওই দলিল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তার দাবি সহায়সম্বলহীন করে দেয়ার জন্য পাঁয়তারা চালিয়ে ফাঁকা স্টাপে সাক্ষর নিয়েছিল অভিযুক্তরা। ভুক্তভোগীরা আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।