সোহেল রানা, গাজীপুর
গাজীপুর নগরে বাসের ধাক্কায় আলপনা আক্তার (২৩) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে নগরের কাশিমপুর থানা এলাকার জিরানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার জেরে কারখানার শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
নিহত আলপনা আক্তার (২৩) মহানগরের জিরানী এলাকার হা’মীম গ্রুপের ‘দ্যাটস ইট নিট লিমিটেড’ কারখানার শ্রমিক ছিলেন। সকালে কারখানায় যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনায় ওই কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে একটি ভ্যানে করে আলপনা কারখানায় যাচ্ছিলেন। ভ্যানটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পোশাকশ্রমিক আলপনা নিহত হন।
কারখানার শ্রমিক জামাল উদ্দিন দেশটিভি বাংলা কে জানান, তাঁদের সহকর্মী আলপনার মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে সবাই কাজ বন্ধ করে বিক্ষোভে যোগ দেন। উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তবে কোনো শ্রমিক ভাঙচুর করেননি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কিছু যানবাহনে ঢিল ছুড়েছে।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম দেশটিভি বাংলা কে বলেন, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ওই সড়কে এখন যান চলাচল স্বাভাবিক। এ ছাড়া ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।