ভালুকায় চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের চেষ্টা।
মোঃ কামরুল ইসলাম
ভালুকা ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের চেষ্টা ও হত্যার উদ্দেশ্য বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় বাসটির চালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আমতলী এলাকা থেকে দুই সহকারীকে ও চালককে ত্রিশাল এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন চালক রাকিব ও তার দুই সহকারী আরিফ এবং আনন্দ দাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। ভুক্তভোগী নারী শ্রমিকের দাবী শুক্রবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাসে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হলে চলন্ত গাড়ী থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। থানা পুলিশ আহত অবস্থায় নারী শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী।