মো: আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের সিনিয়র সাংবাদিক, সময় টিভি ও ইসলামিক টিভির সাবেক গাজীপুর প্রতিনিধি, সৈয়দ মনিরুল আলম গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার রাত পৌনে দুইটার দিকে উত্তরার বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।তিনি স্ত্রী ও এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত।
শোকাহত সকল সাংবাদিকগণ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। মহান আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক বহন করার শক্তি দান করুন।
আজ বাদ জুমা কালীগঞ্জের জামালপুর গ্রামে জানাযার নামাজ শেষে মা-বাবা ও বড় ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে শুক্রবার বাদ ফজর উত্তরায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।