শ্রীপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন
মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শ্রীপুর পৌর সভার কড়ইতলা বাজারে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
গতকাল( ২৩জুন) শুক্রবার বিকেল ৩:৩০মিনিটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফ সরকারের সভাপতিত্বে ও শামীম ওসমানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার চার বারের সফল মেয়র আলহাজ্ব মোঃআনিছুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ,আওয়ামী লীগের শ্রীপুর পৌরসভার সাবেক সভাপতি মোঃরফিকুল ইসলাম মন্ডল বুলবুল,শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃরফিকুল ইসলাম আকন্দ।
শ্রীপুর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি কমর উদ্দিন,শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন রানা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার,গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য জনি,শ্রীপুর পৌরসভার যুবলীগ নেতা মোরসালিন মামুন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বৃন্দ।
পরে মাওনা চৌরাস্তায় শ্রীপুর পৌর যুবলীগ নেতা মোঃমোরসালিন মামুন এর উদ্যোগে কেক কেটে ও জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ সকল নেতা কর্মীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।