মো: আব্দুল বাতেন বাচ্চু,
পূবাইলে থানার পাশে আ.লীগ নেতা ও মহিলা কাউন্সিলরের বাড়িতে চুরি
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মাত্র ৫-৭শ মিটারের দূরত্বে থানার উত্তর পাশে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ ও মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত আট দিনের ব্যবধানে থানার আশপাশের এলাকায় দুটি বাড়ি ও একটি স্যানিটারি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বাদ যায়নি মহানগর আওয়ামী লীগ নেতা ও নবনির্বাচিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলিও।
জুলির বাড়ির শোয়ার ঘর থেকে নগদ ৭ হাজার টাকা, নিজের এনআইডি কার্ড মূল্যবান কাগজপত্রসহ ভ্যানিটি ব্যাগ, মিরের বাজার চৌরাস্তায় মারফত স্যানিটারির নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ও ঠিক থানার উত্তর পাশে আওয়ামী লীগ নেতা মাসুদের বাড়িতে মোটরসাইকেল চুরিসহ তিন-তিনটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
কোনোভাবেই পূবাইলে বন্ধ হচ্ছে না চুরি ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। সিসি ক্যামেরা, উঠান বৈঠক ও গণসচেতনতা কোনো কিছুই উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারছে না চুরি ছিনতাই ডাকাতি ঠেকাতে।
পুলিশ কর্মকর্তারা বলছেন- লোকবল, যানবাহন ও লাগাতার ডিউটি অনেকাংশে কাঙ্ক্ষিত সফলতা আসছে না।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আওয়ামী লীগ নেতা মাসুদের বাড়ির নিচতলার কলাপসিবল গেটের তালা ভেঙে পালসার মোটরসাইকেলটি নিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে লাগানো লোকেশন ট্র্যাকারে গাজীপুর জেলার কালীগঞ্জ প্রান্ত ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত দেখা গেছে ভোর ৪টার দিকে। তারপর থেকে আর হদিস পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ দেশ টিভি বাংলা কে জানান, মিরেরবাজার এনআরবিসি ব্যাংকে কর্মরত আমার বাড়ির ভাড়াটিয়া ফয়েজ আহমেদ মোটরসাইকেলের মালিক। তিনি বাদী হয়ে পূবাইল থানায় একটি চুরির মামলা করেছেন। থানার পাশে আমার বাড়িতে নতুন এতগুলো তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় আমি হতবাক।
নবনির্বাচিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি জানান, আপন চোর, ছেঁচড়া চোর, পাতি চোর, গাড়ি চোর, গরুচোর, ভাঙারি চোর, বাড়ির সামনের সৌর বিদ্যুতের ব্যাটারি চোরের হাত থেকে বাঁচতে পারছি না। চোরের নেটওয়ার্ক আমাকে ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতা জোরদার করতে হবে।
মারফত স্যানিটারির মালিক উজ্জ্বল জানান, আমি নিঃস্ব হয়ে গেছি। ঝামেলা মনে করে থানায় যাইনি।
গাজীপুর মহানগর সহকারী উপ-পুলিশ কমিশনার মাকছুদুর রহমান দেশ টিভি বাংলা কে জানান, অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।