ঘিওরে ভারী বৃষ্টির কারণে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া
আল মামুন ঘিওর মানিকগঞ্জ;
মানিকগঞ্জের ঘিওরে ( ১ জুলাই ) শনিবার সকাল থেকেই ভারী বৃষ্টি ঝরছে । এতে পথচারীদের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে। বৃষ্টির কারণে রাস্তায় স্বাভাবিকের চেয়ে যানবাহন ছিল কম। এ সুযোগে ভাড়া বাড়িয়ে দেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার চালকেরা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আরো কয়েক দিন বৃষ্টি হতে পারে।
ঘিওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্য দিনগুলোর তুলনায় রাস্তায় মানুষজন কম। মানুষের তুলনায় গণপরিবহনও ছিল কম। দুপুরে ঘিওর স্টেশন এলাকায় বেশ কিছু মানুষকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে বৃষ্টিতে যানবাহন কমে যাওয়ায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ভাড়া বাড়িয়ে দেন।
বৃষ্টিতে ঘিওরের বাজারের প্রায় প্রতিটি রাস্তাতেই কাদা পানি জমে যায়। এমন রাস্তায় হাঁটাও কষ্টকর।
মানুষের ভোগান্তি ছিল ঘিওর সরকারি কলেজ সংলগ্ন ব্রিজ থেকে চরবাইলজুরি পঞ্চরাস্তা পর্যন্ত। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে সেখানে পানি জমে যায়। এতে বিপাকে পড়েছে পায়ে হেঁটে যাওয়ার পথচারী গুলো। রাস্তায় হাঁটু পানি জমে থাকায় ভোগান্তির যেন শেষ নেই। পাঁচ মিনিটের পায়ে হেঁটে যাওয়ার রাস্তায় গুনতে হচ্ছে ২০ টাকা।
আক্ষেপের সুরে এক পথচারী বলেন এগুলো দেখার কি কেউ নেই।
অটো রিক্সা চালক নূর মোহাম্মদের সাথে কথা বললে তিনি জানান, কি করবো বৃষ্টির কারণে যাত্রী কম তাই ভাড়া একটু বেশি গুনতে হচ্ছে।