মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরের রাসেল মিয়া নামে এক যুবক প্রাণ হারিয়েছে। রোববার রাতে ময়মনসিংহর ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া (২৮) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে। সে বরমী বাজারে মসলার ব্যবসা করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় আবু বকর জানান, রাসেল ও তার কয়েকজন বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে নেত্রকোনা থেকে ঘুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে শ্রীপুরে ফিরছিল। মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে বৃষ্টি ভেজা রাস্তায় নিজ মোটরসাইকেল নিয়ে আকস্মিক ছিটকে পড়েন রাসেল। এসময় মাথা, ঘাড়ে ও হাতে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাসেল মিয়ার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম দেশ টিভি বাংলা কে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি আমাদের কেউ জানায়নি। আর যেহেতু ঘটনা মহাসড়কে সেহেতু হাইওয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারবে।