মিম আক্তার,
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ (১২৮) শ্রীপুর উপজেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আল-আমিন এর জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (৫ জুলাই ২০২৩ইং) রাত ৮:০১ মিনিটে উপজেলার জৈনাবাজার (বিএমএসএফ) এর কার্যালয়ে কেক কেটে ও মিষ্টি আপ্যয়নের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয় ।
সাংবাদিক মোঃ আল-আমিন ১৯৮৯ সালের এইদিনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৫নং কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০১৮ সালে অনলাইন পত্রিকা থেকে সাংবাদিকতা শুরু করেন। বর্তমান জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধ হিসেবে কাজ করে আসছেন। তিনি দীর্ঘ বছর যাবত সুনামের সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল বাতেন বাচ্চু, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, দৈনিক স্বাধীন টাইমস এর নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সদর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাজী প্রি ক্যাডেট হাই স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল হাশেম, দৈনিক একুশের বাণী’র বিশেষ প্রতিনিধি ফাহাদ হোসেন মোঃ আসাদ মিয়া, তাওহীদুল ইসলাম, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।