মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
বাংলাদেশ আওয়ামী লীগে এর সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বনানী কবরস্থানে পালন করা হয়েছে।
২০২০ সালের ৯ জুলাই থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান তিনি। এ উপলক্ষে আজ রবিবার সকালে বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। এ ছাড়া ঢাকা-১৮ আসনের পক্ষ থেকে স্থানীয় সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মরহুম এডভোকেট সাহারা খাতুনের ভাতিজা এডভোকেট আনিসুর রহমান, নিপা গ্রুপের চেয়ারম্যান মোঃ খোসরু চৌধুরী, কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খান, কাউন্সিলর ডিএম শামিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন বেপারী, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, পনু মোল্লা,কাউন্সিলর নাসির উদ্দিন, নৃত্য চন্দ্র ঘোষ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাহারা খাতুনের জন্ম ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায়। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলাজোটের সদস্য ছিলেন তিনি।