ইশতিয়াক আহম্মেদ কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার জেলার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ৪ কেজি গাঁজা সহ মোঃ ফুলসাদ আলী (২২) নামে এক মাদক পাচারকারী আটক হয়েছে।(১১ জুলাই) মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ নৌকাঘাট এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে। সে একই ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের কাবিল মণ্ডলের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীন আশ্রয়ণ বিওপির হাবিলদার মো. কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৩/১০-এস সীমান্ত পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মুন্সিগঞ্জ নৌকাঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।এ সময় ৪ কেজি গাঁজা সহ মাদক পাচারকারী ফুলসাদ আলীকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।