মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ায় আটকে পড়ে ডাম্পট্রাক
বেইলি সেতুর পাটাতন খুলে আটকে পড়ে ডাম্পট্রাকটি।
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার-এমসিবাজার সড়কের সোনাব এলাকায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এ রকিবুল আহসান দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন।
এদিকে মাটিকাটা নদীর ওপর বেইলি ব্রিজটির পাটাতন রাতে যখন ভেঙে পড়ে যায়, তখনই বালুবোঝাই একটি ডাম্পট্রাক মাঝ বরাবর আটকে যায়। বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, ট্রাক থেকে বালু খালাস করে নদীতে ফেলা হচ্ছে। ট্রাকের পেছনের ও সামনের একপাশের দুটি চাকার নিচে দুটি লোহার পাটাতন খুলে ঝুলে আছে। চাকাগুলো পাটাতনের নিচের লোহার কাঠামোয় ঝুঁকিপূর্ণভাবে আটকে আছে। ওই সড়কে চলাচল করা যানবাহনগুলো চার কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে।
স্থানীয় বাসিন্দা মো. কামরুল সরকার বলেন, রাত পৌনে ৮টার দিকে একটি ডাম্পট্রাক বেইলি ব্রিজ পার হচ্ছিল। মাঝ বরাবর পৌঁছালে হঠাৎ বিকট শব্দে একটি পাটাতন খুলে যায়। মুহূর্তের মধ্যে পাশের আরও একটি পাটাতন কাঠামো থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাকের চাকা দুটো কোনো রকমে ব্রিজের স্টিলের তৈরি কাঠামোয় আটকে থাকে। তিনি আরও জানান, ঝুঁকি নিয়ে কিছু পথচারী পায়ে হেঁটে চলাচল করছে।
একই গ্রামের বাসিন্দা সায়েদুল ইসলাম দেশ টিভি বাংলা কে জানান, ব্রিজটি ১৯৯৬ সালে নির্মাণ করা হয়। এর আগে গত ৪ জানুয়ারি এই ব্রিজের একটি পাটাতন খুলে গিয়েছিল। তখন দুই দিন সড়কযোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বেইলি ব্রিজটি গত ২৭ বছরে বহুবার ভেঙেছে। দুর্ঘটনা ঘটলে শুধু অস্থায়ী সমাধান করা হয়, স্থায়ীভাবে সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয় না।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এ রকিবুল আহসান দেশ টিভি বাংলা কে বলেন, ঘটনাটি শুনেছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করব।
তিনি আরও বলেন, সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অধিগ্রহণের জন্য সময় লাগলেও সমস্যার স্থায়ী সমাধান হবে।