শ্রীপুরে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ
মিম আক্তার
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৩ই জুলাই ২০২৩ইং) বিকাল ৩টায় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নগর হাওলা গ্রামের মসজিদ মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
রাকিবুল হাসান লিটন এর সঞ্চালনায়, শ্রীপুর উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপিকা রুমানা আলী টুসি এম.পি (৩১৪ মহিলা আসন)
এসময় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম মন্ডল (বুলবুল) সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা, আহসান উল্লাহ, সাবেক ভিপি শ্রীপুর মুক্তিযুদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ, জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক ২নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, কমর উদ্দিন সভাপতি শ্রীপুর উপজেলা যুবলীগ, জয়নাল আবেদীন রানা সভাপতি শ্রীপুর উপজেলা কূষক লীগ, মাসুদ পারভেজ মন্জু সভাপতি ২নং গাজীপুর ইউনিয়ন যুবলীগ, শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা কূষক লীগ, আকরাম হোসেন কাজল, সভাপতি ২নং গাজীপুর ইউনিয়ন কূষক লীগ, ১নং মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কূষক লীগের সভাপতি আব্দস ছাতার, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হক জিকো, কৃষক লীগ নেতা সাহবউদ্দিন, কৃষক লীগ নেতা আজম আলী মুন্সী, ৪নং ওয়ার্ড সভাপতি সাইজুদ্দিন, আয়ুবআলী ডাক্তার, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।