মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। গত রোববার রাতে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হামলাকারীদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে স্থানীয়রা। আটককৃতরা হলেন, উপজেলার মুলাইদ গ্রামের সোহরাব হোসেনের ছেলে ফুটবল খেলোয়াড় রাকিবুল ইসলাম (১৮) ও টেংরা গ্রামের আতাউর রহমানের ছেলে মারুফ (১৬)। সে ফুটবল খেলায় এক দলের সমর্থক। গাজীপুর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল মালেক জানান, স্থানীয় দুটি ফুটবল দলের মধ্যে রোববার বিকালে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন এক খেলোয়াড় রেফারিকে গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর হেরে যাওয়া দলের খেলোয়াড়রা মাওনা থেকে শতাধিক সন্ত্রাসী ভাড়া করে দেশীয় অস্ত্রের মহড়া দেয় গাজীপুর বাজারে। এ সময় ফাঁকা গুলি ছোড়ে অস্ত্রধারীরা। একটি চায়ের দোকানে ভাঙচুর চালায় তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম দেশ টিভি বাংলা কে বলেন, ফুটবল খেলা নিয়ে মারধরের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে দেশীয় অস্ত্রের মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে শুনেছি। দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি অনেকেই জানিয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।