জীবন খান।
ময়মসিংহের ভালুকায় বড় কাশর পূর্ব পাড়া মাটির মসজিদ নামক,মসজিদে জুমার নামাজের সময় দানের টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভালুকা মডেল থানার একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা যায়।
অভিযোগে জানা যায়, শুক্রবার পবিত্র জুমার নামজের সময় খুৎবার আগ মুহূর্তে মসজিদের উত্তোলিত টাকা নিয়ে অর্ধেক জমা দিয়ে অর্ধেক টাকা আত্মসাতের চেষ্টা করে নজরুল ইসলাম বাবু ও রফিক।
মসজিদের সভাপতি জানান, দীর্ঘদিন যাবত তারা মসজিদের টাকা আত্মসাত করছে বলে মুসুল্লিরা বিষয়টি তাকে অবগত করলে অভিযুক্ত ব্যক্তিদের টাকা তুলতে নিষেধ করেন তিনি।
সভাপতির নিষেধের পর থেকেই তারা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে জুমার নামাজের সময় কয়েক মুসুল্লীর উপর হামলা করে। এসময় হামলায় তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় আহত হাজী মোহাম্মদ চান মিয়া বাদী হয়ে মৃত আলাল উদ্দীনের ছেলে নজরুল ইসলাম বাবু (৪২) ও সাইদুল ইসলাম (৩৯), সাইদুল ইসলামের ছেলে রনি (২৩), রিয়াজত আলীর ছেলে মোঃ কালাম (৪৮), মৃত হেলাল উদ্দিনের ছেলে রফিক (৩২) ও শফিক (২৮), আবুল কালামের ছেলে সজিব (২৭) কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত নজরুল ইসলাম বাবুর কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে ঘটনা অস্বীকার করে ফোন কেটে দেন।
এ ঘটনায় ভালুকা মডেল থানার এস আই মানিকুল জানান, ৯৯৯-এ মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।